সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ৩৫ বছর পূর্তি, ভক্তদের ধন্যবাদ জানালেন সালমান খান

৩৫ বছর পূর্তি, ভক্তদের ধন্যবাদ জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক : ৫৭ বছর বয়সেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের। আজও তার সিনেমা রিলিজ করলে রোজগার করে নেয় কয়েকশ কোটি টাকা। সম্প্রতি ক্যারিয়ারের ৩৫ বছর পূর্ণ হলো বলিউডের এ মেগাস্টারের। সুদীর্ঘ এ ক্যারিয়ারে বলিউডকে তিনি দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার, সুপারহিট সিনেমা।

সালমানের অনস্ক্রিন ব্যক্তিত্ব এবং অ্যাকশনের দক্ষতা, প্রেমিকসত্ত্বা ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। তার অভিষেক হয় ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যাইসি’ সিনেমার হাত ধরে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বড় পর্দায় একের পর এক আইকনিক ভূমিকায় অভিনয় করে তারকা থেকে মহাতারকা হয়ে উঠেছেন। শনিবার ক্যারিয়ারের ৩৫ বছর উদযাপনের এ বিশেষ দিনে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ওই ভিডিওতে ভারতীয় সিনেমায় তার যাত্রার টুকরো স্মৃতি উঠে এসেছে।

সালমান অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘প্যার কিয়া তো ডরনা ক্যায়া’ থেকে শুরু করে ‘টাইগার’ পর্যন্ত আইকনিক চরিত্রগুলো এক ঝলকে উঠে এল ওই ভিডিওতে। তিনি মনে করেন, তাকে সালমান খান বানানোর পেছনে ফ্যানদের বড় হাত রয়েছে। তাই এদিন ভক্তদের উদ্দেশে তিনি খান লিখেছেন, ‘৩৫টি বছর ৩৫ দিনের মতো কেটে গেছে। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্টের পর থেকেই কমেন্ট বক্স উপচে পড়ে মন্তব্যে। কেউ মনে করেন, ‘তিনি হিন্দি চলচ্চিত্রে সবচেয়ে বড় তারকা’, কেউ আবার তাকে মনে করেন ‘প্রেমিক’, কারো কাছে ‘পর্দা কিংবা বাস্তব জীবনের প্রকৃত ভাইজান’। কেউ কেউ তাকে ‘বক্স অফিসের আসল রাজা’ বলেও অভিহিত করছেন। কেউ লিখেছেন, ‘সালমান বলিউডের সবচেয়ে বেশি ব্লকবাস্টার উপহার দেওয়া অভিনেতা। তার জন্য বলিউডে ৩৫ বছর অনেক গৌরবের।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া?

  বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন। প্রত্যেক ...