পাঁচবিবি উপজেলা সীমান্ত থেকে শনিবার নূর আলম (৩২) নামের এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে বিজিবি। তিনি রামভদ্রপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার কাছ থেকে ২ কেজি সোনা পাওয়া যায়।
বিজিবি কয়া ক্যাম্পের সুবেদার চাঁন মিয়া জানান, দুপুর ২টার দিকে সীমান্তের ২৮৩ মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় টহল বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২ কেজি সোনা উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত সোনার মূল্য ৯০লাখ টাকা।