সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে হতবাক হয়ে যাবে ইসরায়েল’

হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে হতবাক হয়ে যাবে ইসরায়েল’

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে দখলদার ইসরায়েল হতবাক হয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনের সামরিক শাখা কাস্সাম ব্রিগেডস’র গাজা শাখার কমান্ডার ইজ্জাদ্দিন আল হাদ্দাদ।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে যে যুদ্ধ হবে তাতে তাদের ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতা, ক্ষিপ্রতা ও প্রভাব সবাই দেখতে পাবে এবং দখলদার ইসরায়েল তা দেখে বিস্মিত হবে। শত্রুরা ভালো কোনো পরিণতি দেখবে না। এটা সর্বজ্ঞ আল্লাহর প্রতিশ্রুতি। আমরা পবিত্র ভূখণ্ডে প্রবেশ করব। আমরা আসছি।

এমন সময় কাস্সাম ব্রিগেডের এই কমান্ডারের মন্তব্য প্রকাশিত হয়েছে যখন আগামী রবিবার আল-কুদসে পতাকা মিছিল করার পরিকল্পনা ঘোষণা  করেছে ইসরেয়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এই মিছিলের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর একটি সূত্র জানিয়েছে, তেল আবিব মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজাভিত্তিক সংগঠনগুলোর কাছে এই বার্তা পাঠিয়েছে যে পতাকা মিছিলের সময় ইহুদি উপশহরবাসীরা উসকানিমূলক কোনো তৎপরতা চালাবে না।-পার্সটুডে

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...