সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / হাজারো মানুষের ভালবাসায় সিক্ত জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল 

হাজারো মানুষের ভালবাসায় সিক্ত জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল 

মোঃআমান উল্লাহ,কক্সবাজার: শপথ নিয়ে কক্সবাজারে ফিরে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।

নবনির্বাচিত  জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল শপথ নিয়ে   গতকাল মঙ্গলবার(১৫ নভেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্যবসায়ী সংগঠন, রেডক্রিসেন্টসহ আপামর জনতা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে আপামর জনসাধারণকে সাথে নিয়ে   তিনি মিছিল সহকারে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেন, জেলা পরিষদ দুর্নীতিগ্রস্থ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।

কিন্তু সকলের ভালবাসায় জেলা পরিষদ এখন অভিশাপমুক্ত হয়েছে। এবার সবকিছু ঢেলে সাজানো হবে। সবাইকে সাথে নিয়ে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও মডেল পরিষদে রূপান্তর করা হবে।গত সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বর্তমান সরকারের ন্যূনতম ২ বছর থাকা দরকার: নুর

  স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমি মনে ...