হাইমচর উপজেলায় ডা. দীপু মনি’র উদ্যোগে ২নং আলগী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগীতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে’ হাইমচর উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাচ্চু খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোতালেব জমাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, হাইমচর থানা অফিসার তদন্ত মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারীসহ ইউনিয়ন আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতৃব্দৃ।