দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামীকাল শনিবার রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে তারা এ বিষয়ে কিছু জানাননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়, রায় পরবর্তী করণীয় ঠিক করা হতে পারে।