সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / সিারজগঞ্জের সলঙ্গায় তানভীর ইমাম এমপির ‘চা’ আড্ডা জনসমুদ্রে পরিণত।

সিারজগঞ্জের সলঙ্গায় তানভীর ইমাম এমপির ‘চা’ আড্ডা জনসমুদ্রে পরিণত।

বদরুল আলম দুলাল, সিরাজগঞ্জ:  ২৯ অক্টোবর বিকেল ৩ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চরবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তানভীর ইমাম এমপির চা আড্ডা অনুষ্ঠিত হয়।

সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এমপির সাথে এই চা আড্ডা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন বাদশা।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ এলাকা বাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলজিইডি উল্লাপাড়া, সিরাজগঞ্জ কর্তৃক বাস্তবায়নকৃত (সলঙ্গা ইউনিয়ন) কাজের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন করেন এমপি তানভীর ইমাম।

এসময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাইদসহ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুদের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

  মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সুদের টাকার চাপ সইতে না পেরে দিনাজপুরের ...