সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / সিরিজের তৃতীয় ম্যাচে ৬৭ রানে অলআউট জিম্বাবুয়ে

সিরিজের তৃতীয় ম্যাচে ৬৭ রানে অলআউট জিম্বাবুয়ে

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২৫.১ ওভারে ৬৭ রান করে অলআউট হয়ে গিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন ওপেনার চামু চিবাবা। এছাড়া হ্যামিলটন মাসাকাদজা ১০ ও ওয়েলিংটন ১০ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের বোলারদের মধ্যে পেসার ফাহিম আশরাফ ৮.১ ওভার বল করে ২২ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন। পাঁচ ওভারে সাত রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন জুনায়েদ খান। এছাড়া উসমান খান ১টি, ইয়াসির শাহ ১টি ও শাদব খান ১টি করে উইকেট শিকার করেন।

সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। আজ যদি তারা জয় পায় তাহলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে ২০১ রানে ও দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল। ওয়ানডে সিরিজের আগে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনাল ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ইনিংস: ৬৭ (২৫.১ ওভার)

(প্রিন্স মাসভাউরে ১, চামু চিবাবা ১৬, হ্যামিলটন মাসাকাদজা ১০, তারিসাই মুসাকান্দা ০, পিটার মুর ১, রায়ান মারে ৮, এলটন চিগুম্বুরা ৯, টেন্ডাই চিসোরো ০, ওয়েলিংটন মাসাকাদজা ১০*, ব্লিজিং মুজারাবানি ৪, রিচার্ড এনগারাভা ১; জুনায়েদ খান ২/৭, উসমান খান ১/১৯, ফাহিম আশরাফ ৫/২২, ইয়াসির শাহ ১/১০, শাদব খান ১/৬)।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যৌনকর্মী থেকে নেত্রী

  বিনোদন ডেস্ক: পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী ...