মান্নান পলক বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না( হান্নান) বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানূর বিশ্বাস। বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন। বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন, ২ নং রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সনিয়া সবুর আকন্দ, অন্যান্য জনপ্রতিনিধি গণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা, সাংবাদিক বৃন্দ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন স্কুল কলেজ থেকে অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ গ্রহন করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত