সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / সিনেমা ছেড়ে কি নতুন ব্যবসার পরিকল্পনা অজয় দেবগনের?

সিনেমা ছেড়ে কি নতুন ব্যবসার পরিকল্পনা অজয় দেবগনের?

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি অনেক আগেই প্রযোজনা সংস্থা খুলেছেন অজয় দেবগন। পরিচালক হয়ে তৈরিও করেছিলেন ছবি। আর এবার হঠাৎ করেই মুম্বাইয়ে কয়েকটি অফিস কিনেছেন অভিনেতা। সূত্র বলছে, সব মিলিয়ে অফিসগুলোর জায়গার দাম পড়েছে প্রায় ৪৬ কোটি টাকা।

খবর অনুযায়ী, অজয় দেবগন মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকার সিগনেচার নামক বহুতলের ১৬তলায় দু’টি অফিস ঘর কিনেছেন। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুধু ১৬তলায় নয়, এর পাশাপাশি ওই একই বহুতলে ১৭তলায় আরও দু’টি অফিস ইউনিট কিনেছেন। যা ৪ হাজার ৮৯৩ বর্গফুট। এটি কিনতে অজয়ের খরচ হয়েছে ১৪.৭৪ কোটি টাকা।
কয়েক মাসে আগে মুক্তি পেয়েছিল অজয়ের ‘ভোলা’ ছবি। বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি ‘ভোলা’। তবে অভিনয় থেকে বিরতি নিতে চলেছেন অজয়? অফিস কেনার খবর ছড়িয়ে পড়তেই উঠছে প্রশ্ন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া?

  বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন। প্রত্যেক ...