বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি অনেক আগেই প্রযোজনা সংস্থা খুলেছেন অজয় দেবগন। পরিচালক হয়ে তৈরিও করেছিলেন ছবি। আর এবার হঠাৎ করেই মুম্বাইয়ে কয়েকটি অফিস কিনেছেন অভিনেতা। সূত্র বলছে, সব মিলিয়ে অফিসগুলোর জায়গার দাম পড়েছে প্রায় ৪৬ কোটি টাকা।
খবর অনুযায়ী, অজয় দেবগন মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকার সিগনেচার নামক বহুতলের ১৬তলায় দু’টি অফিস ঘর কিনেছেন। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি। স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৮২ কোটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুধু ১৬তলায় নয়, এর পাশাপাশি ওই একই বহুতলে ১৭তলায় আরও দু’টি অফিস ইউনিট কিনেছেন। যা ৪ হাজার ৮৯৩ বর্গফুট। এটি কিনতে অজয়ের খরচ হয়েছে ১৪.৭৪ কোটি টাকা।
কয়েক মাসে আগে মুক্তি পেয়েছিল অজয়ের ‘ভোলা’ ছবি। বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি ‘ভোলা’। তবে অভিনয় থেকে বিরতি নিতে চলেছেন অজয়? অফিস কেনার খবর ছড়িয়ে পড়তেই উঠছে প্রশ্ন।