সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / সারাদেশে আজ ‘শহীদি মার্চ’ পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Oplus_0

সারাদেশে আজ ‘শহীদি মার্চ’ পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে।

গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করতে চাই। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতিধারণ করে আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোন হাত-পা-চোখ হারিয়েছে, তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হবে।’

সারজিস আলম আরও বলেন, ‘রক্তের দাগ এখনও শুকায়নি। এখনও আমাদের ভাইয়েরা ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কীভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, তার ডকুমেন্টেশন করতে হবে।’

আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে ‘শহীদি মার্চে’ অংশ নেওয়ার আহ্বান জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়িদের ওপর হামলার ঘটনায় শাহবাগ অবরোধ করলো বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা

  স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ...