গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদুল আকন্দ (২৪) নামে এক যুবককে আটক করছে পুলিশ।
রোববার (২১ জানুয়ারি) সন্ধায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মাজেদুল ওই গ্রামের ছাবেদুর আকন্দের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় মাজেদুলকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।