সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে সালমান মুক্তাদির

সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে সালমান মুক্তাদির

 

ডেস্ক নিউজঃ

কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।

শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এবার তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্ব হয়ে আন্দোলনে অংশ নিয়েছেন সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্দোলনে থাকা এ অভিনেতার ছবি।

এসময় মুখে মাস্ক পরে সাদা টি শার্টে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

এসময় তিনি ফেসবুকে লিখেছেন,‘এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নিব।

যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই, যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো।

আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মা-বাবা-ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি’তে গণপিটুনীতে নিহত তোফাজ্জল

  নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের ...