আবুসাঈদ,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : নভেম্বর প্রথম সপ্তাহে তফসিল জানুয়ারিতে ভোট। জানুয়ারীর ২৯ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার। ইসি আনিছুর রহমান গাজীপুরের শ্রীপুরের ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
ইসি আনিছুর রহমান বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যলট পেপার কেন্দ্রে যাবে। তিনি বলেন, গত ১ বছর ৭ মাসে হাজার খানেক নির্বাচন করেছি। সিসি ক্যামেরা ছিলো। জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা নাও থাকতে পারে। তবে নির্বাচন ব্যবস্থাপনায় এপস তৈরি হচ্ছে। এপসে ভোট কাস্টিং ঘন্টায় ঘন্টায় জানা যাবে।
তিনি বলেন, অংশগ্রহণ মূলক নির্বাচনে রাজনৈতিক দলের আগ্রহ থাকতে হবে। জোর করে কাওকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবেনা। কেউ নির্বাচনে না আসলে সেই দায়িত্ব আমাদের না। তবে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাই।
নির্বাচন কমিশন সচিবালয়ের মহপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, আপনারা জেনে নিন, স্মার্ট কার্ড সামগ্রিক কাজে ব্যবহার করা যাবে। তবে যারা স্মার্ট কার্ড পাননি, তাদেরকে আশ্বস্থ্য করছি, অবশ্য কার্ড পাবেন।
ওউঊঅ প্রকল্প পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, স্মার্ট কার্ড মাদার ডকুমেন্ট।দেশে ৩৮৫ উপজেলায় ৭ কোটি ৬০ মানুষকে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কমিশনার কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, চলতি বছরের জুলাই নাগাদ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৭’শ ১১ জন। মোট ভোটারের ২ লাখ ৮৫ হাজার স্মার্ট কার্ড বিতরণ হবে। কিছু ভোটার আপাতত তথ্য সংক্রান্ত জটিলতায় কার্ড পাবেনা।কারণ এখনো প্রিন্ট হয়নি। শ্রীপুর উপজেলায় মোট রয়েছেন ১০ লাখ ৮৮ হাজার ৫’শ ৩০ জন। এ উপজপলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। তিনি জানান, ২০১৭ ও ২০১৮ সালের ভোটারদের কিছু কার্ড বিতরণ করা হয়েছেলো। সেগুলো ছাড়া বাকীগুলো দেওয়া হবে।
ঢাকা অন্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন স্মার্ট কার্ড, স্মার্ট বাংলাদেশের সাথে যোগসূত্র রয়েছে। এ কার্ডে ২৪ প্রকার সিকিউরিটি এনশিউর করা হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা.শাহ আল নোমান বলেন, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নকে প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে।প্রহলাদপুর ইউনিয়ন এর ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ শেষ হলে অন্যান্য ইউনিয়নের ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ।