সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত

শুটিং করতে গিয়ে আহত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জয় দত্ত। আঘাত পেয়ে মাথার কয়েকটি জায়গা কেটে গেছে। লেগেছে সেলাই।

পুরী জগন্নাথ পরিচালিত ডাবল আইস্মার্ট ছবির শ্যুটিং করছিলেন সঞ্জয় দত্ত। এটি ব্লক ব্লাস্টার আইস্মার্ট শঙ্কর-এর সিক্যুয়েল। মুম্বাইয়ে কয়েক মাস শুটিংয়ের পর বাকি অংশের শুটিং হচ্ছে থাইল্যান্ডে। সেখানে শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সঞ্জু। তলোয়ারের লড়াইয়ের সময়ে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেখানে সেলাই দিতে হয়। তবে সেলাই দেওয়ার পরপরই ফিরে এসে ফের শুটিং করেন সঞ্জয়।

জুলাইয়েই ডাবল আইস্মার্ট ছবির পোস্টার প্রকাশ করেছেন ছবির নির্মাতা। ছবিতে দেখা যাচ্ছে সঞ্জুর আঙুল ও মুখে ট্যাটু। রয়েছে দাড়ি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ৮ মার্চ রিলিজ করবে ডাবল আইস্মার্ট। ছবিটি রিলিজ করা হবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালায়লমে।

সানি দেওল, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, রাবিনা ট্যান্ডনের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাকে। পাশাপাশি আরশাদ ওয়ারসির সঙ্গে একটি ছবি ও অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম ৩ ছবিতে দেখা যাবে সঞ্জয়কে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া?

  বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক নায়ক বিয়ে করে ফেলছেন। প্রত্যেক ...