দীর্ঘ ১৯ বছরের অপেক্ষা কি ঘুচিয়ে ফেলবে আর্সেনাল ? শেষে কোন নাটক অপেক্ষা করছে কে জানে! তবে এই মুহূর্তে ১৯ বছরের অপেক্ষা ঘোচানোর পথে দুর্বার গতিতেই ছুটে চলছে আর্সেনাল। সেই পথে পরশু গানাররা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। নিজেদের ঘরের মাঠে এমিরেটসে গানারদের এই জয়ের বড় নায়ক বুকায়ো সাকা। ইংলিশ তারকা করেছেন জোড়া গোল। এছাড়া আর্সেনালের হয়ে একটি করে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও সুইস তারকা গ্রানিত জাকা। ক্রিস্টালের হয়ে একমাত্র গোলটি করেছেন জেফ্রে স্ক্লাপ।
উড়ন্ত এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। অবশ্য ম্যান সিটি একটি ম্যাচ কম খেলেছে। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট আর্সেনালের। ২৭ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৬১। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল সর্বশেষ শিরোপা জিতেছিল সেই ২০০৩-০৪ মৌসুমে। দুই ফরাসির হাত ধরে। কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনালের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। সময়ের ব্যবধানে সেই ওয়েঙ্গার-অঁরিরা অনেক আগেই আর্সেনাল ছেড়েছেন। ওয়েঙ্গার কোচিং ছেড়েছেন। অঁরি ছেড়েছেন খেলা। কিন্তু আর্সেনাল আর লিগ জিততে পারেনি। অবশেষে দীর্ঘদিনের সেই আক্ষেপ মুছে ফেলার স্বপ্নে বিভোর আর্সেনাল-সমর্থকরা। তাদের স্বপ্নটা শেষ পর্যন্ত পূরণ হবে?