অনলাইন ডেস্ক : ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীরা নেমে যাওয়ার পরে কাস্টমস গোয়েন্দাদের কাছে তথ্য আসে, এই ফ্লাইটে একটি স্বর্ণের চালান ঢাকায় এসেছে। পরে অভিযান চালিয়ে বিমানের সিট বেল্টের ভেতর থেকে এই স্বর্ণের চালান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৯০টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।