সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ /  শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

 শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে  গুরুতর আহত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান  খোকন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার কৈজুরী স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় অত্র কলেজের সকল শিক্ষক কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করে।

উক্ত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র কলেজের ম্যানিজং কমিটি’র সভাপতি,কৈজুরী ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৈজুরী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অশিত কুমার ঘোষ,অত্র স্কুলের ছাত্র মোঃ সাকিব আল হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন চেয়ারম্যান খোকন মাষ্টার ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি, মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা মারপিট,চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।

এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল  খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ১৭ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান বলেন,আসামীদের গ্রেফতারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গত শুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ী ফেরার পথে,কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের লোকজন অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে।

বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সুদের চাপ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

  মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সুদের টাকার চাপ সইতে না পেরে দিনাজপুরের ...