সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / শাল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শাল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চিন্ময় দাশ, শাল্লা (প্রতিনিধি) সুনামগঞ্জ : ০৬ সেপ্টেম্বর বুধবার সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা র‌্যালী বের হয় ।

উক্ত র‌্যালীটি শাল্লা উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তায় পদক্ষিন করে শাল্লা সদর ঘুঙ্গিয়াগাঁও বাজার কেন্দ্রীয় কলীমন্দিরে পদক্ষিন করে ডুমরা রামকৃষ্ণ গোঁসাইর আখড়ায় এসে আনন্দ শোভাযাত্রা র্্যলী শেষ হয়।

এদিকে শাল্লা উপজেলার ঐতিহ্য বাড়ী প্রায় ৩০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রামকৃষ্ণ গোঁসাইর আখড়ায পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে , সহকারী প্রধান শিক্ষক অনাদি তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ দিপু রঞ্জন দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সোয়েব আহমেদ, শাল্লা সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, এছাড়াও উপস্থিত ছিলেন নিকুঞ্জ বিহারী দাস,রবীন্দ্র চন্দ্র দাস, আখড়া কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সাতছড়িতে শূন্যের কোঠায় পর্যটন স্বস্তিতে বন্যপ্রাণীরা 

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি ও সাধারণ ...