চিন্ময় দাশ,শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট ১১ ঘটিকায় রোজ সোমবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সূচনা কর্মসূচি প্রকল্পের টেকনিক্যাল নিউটেশন অফিসার শামীম আহমেদ এর পরিচালনায় ও শালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তব্য রাখেন এডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শাল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতা রানী দাস, শাল্লা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মাসুদ , শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজীব হালদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রাশেদুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান / সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সচেতন নাগরিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।