সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / শাল্লায়  “জাতীয় স্থানীয় সরকার দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাল্লায়  “জাতীয় স্থানীয় সরকার দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চিন্ময় দাশ, শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ” সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে স্থানীয় সরকার।” এই প্রতিপাদ্য সামনে রেখে, ১৭ সেপ্টেম্বর ( রোজ রবিবার) সকল ১১ ঘটিকায় উপজেলা গণমিলণায়নে শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে , ২ নং হাবিবপুর ইউপির সচিব সমীর কুমার সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনিল বরন দাস। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ দিপু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ ( তুষার) উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হালদার,৪ নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শাল্লা উপজেলার ইউপি চেয়ারম্যান/সদস্যবৃন্দ সকল ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা – কর্মচারী এবং উপজেলা মাধ্যমিক/ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।

উক্ত আলোচনা সভার পরিশেষে “১৭- ১৯ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় স্থানীয় সরকার দিবস” উপলক্ষে উপজেলা হলরুমে শাল্লা উপজেলার ৪ ইউনিয়ন ও স্থানীয় সরকার ৩টি দফতরের উন্নয়ন মেলার স্টল আয়োজন করা হয়। উক্ত উন্নয়ন মেলার স্টলটিতে সভাপতি ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,৪ নং শাল্লা ইউপি চেয়ারম্যান , উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সকলের উপস্থিতে উক্ত উন্নয়ন মেলার উদ্বোধনী ও পরিদর্শনের মধ্যে দিয়ে উক্ত দিবসটি উদযাপিত হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সাতছড়িতে শূন্যের কোঠায় পর্যটন স্বস্তিতে বন্যপ্রাণীরা 

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি চলমান পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি ও সাধারণ ...