সর্বশেষ সংবাদ
Home / শিক্ষা / শাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী সোমবার থেকে

শাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)’ এর উদ্যোগে প্রথম বারের মতো তিনদিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী সোমবার থেকে শুরু হবে। সুপা’র সভাপতি তাসিন সিরাজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলোকচিত্র প্রদশর্নী মোট দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১২-১৪ ফেব্রুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় পর্ব ৮-১০ মার্চ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, ‘ইনকুইস্ট ইনসাইট- থ্রি ’ শিরোনামে বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ৩৭০০ এর অধিক ছবি পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকে ১০৯টি ছবি প্রদশর্নীতে স্থান পেয়েছে। এর মধ্যে রোমানিয়া, ইতালি, স্পেন, পাকিস্তান ও ভারত থেকে মোট পাচঁটি দেশ থেকে ৯টি ছবি স্থান পেয়েছে। ১০৯টি ছবির মধ্যে একক ক্যাটাগরিতে বাছাইকৃত ৬৪টি ও মোবাইল ক্যাটাগরিতে ২৬টি ছবি এবং তিনটি ‘ফটো স্টোরি’ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না:ঢাবি শিবির সেক্রেটারি

  স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ...