শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে এক বিবৃতিতে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলংকা।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর সংসদের আইনপ্রণেতাদের প্রতি বিক্রমাসিংহে আহ্বান জানিয়েছেন, তারা যেন একটি সর্বদলীয় সরকার গঠন করতে কাজ করেন।
অন্যদিকে জনগণের উদ্দেশে জানিয়েছেন, তিনি সংবিধান মেনে চলবেন এবং দেশে আইন ও শাসন পুনঃপ্রতিষ্ঠা করবেন।
এদিকে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে স্থায়ী প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন। তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যে ব্যক্তি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন তিনি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন
বিক্রমাসিংহে ছাড়াও সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকা এবং বিরোধীয় দলীয় নেতা সাজিথ প্রেমাসাদা প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।