সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / লালপুরে ৬৯ টা অসহায় মেয়ের বাবা সন্ত্রাসীর হামলায় আহত

লালপুরে ৬৯ টা অসহায় মেয়ের বাবা সন্ত্রাসীর হামলায় আহত

এ.এন.এম মুস্তাকিম (নোমান ) : নাটোরের লালপুর ওয়ালিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন রুবেল (৪২) সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

২৪ শে আগষ্ট বৃহঃস্পতিবার সকাল ১১টার সময় রুহুল আমিন রুবেল তার ব্যবসার কর্মস্থল লালপুরের ওয়ালিয়া বাজারে পৌছালে মোটরসাইকেল থেকে নামিয়ে ২২লক্ষ টাকা চাঁদা দাবী করে পরে দিতে অস্বীকার করলে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হাত পা ভেঙে দেয় পরে এলাকাবাসীর সহযোগিতায় লালপুর হাসপাতালে নিয়ে আসে এবং তার গুরুতর অবস্থা দেখে চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরন করেন।

রুহুল আমিন রুবেল বলেন, সন্ত্রাসী সম্রাট আলী (৩৫) তার কাছে চাঁদা দাবী করে সে দিতে অস্বীকার করলে তাকে এভাবে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

অভিযুক্ত সম্রাট আলী বলেন তার কাছে পাওনা টাকা পাই পরে দিতে অস্বীকার করলে তাকে মারধর করে। এ নিয়ে লালপুর থানা মামলা পক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্যবসায়ী রুহুল আমীন রুবেল এতিম, অসহায়, ও বাবা গরীর বলে অর্থ সংকটে বিয়ে দিতে পারছেন না এমন ৬৯ জন মেয়ের নিজ খরচে বিয়ে দিয়েছেন ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে আদালত চত্বরে হিরো আলমকে কান ধরে ওঠবস, মারধর

  স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ...