সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / ‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ যথেষ্ট দায়িত্ব পালন করছে না’

‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ যথেষ্ট দায়িত্ব পালন করছে না’

dailybdbangla: রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে জাতিসংঘ যথেষ্ট দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার জার্মানভিত্তিক বার্তা সংস্থা ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ করেন। বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দীন এই সাক্ষাৎকার নেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে এর আগে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ভূমিকায়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি পুনর্ব্যক্ত করে মোমেন বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশে যা করছে সেটি ভালো। কিন্তু তারা যথেষ্ট দায়িত্ব পালন করছে না। যেখানে সমস্যা সেই রাখাইন প্রদেশে তাদের যাওয়া উচিত। সেখানে যাতে সহায়ক পরিবেশ তৈরি হয় তাতে জোর দেয়া উচিত।’

রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান নিয়েও সমালোচনা করেন মোমেন। বলেন, ‘আমাদের ওপর (জাতিসংঘ) মাতব্বরি করার কোনো কারণ নাই। আমরা ওদের (রোহিঙ্গা) কোথায় নিয়ে যাব কী না যাব সেটা আমাদের এখতিয়ার, তাদের না। আমি তাদের (জাতিসংঘ) দেশ ছাড়ার জন্য বলিনি।’

‘আমি বলেছি আপনারা জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো মিয়ানমারে গিয়ে বরং বেশি কাজ করেন৷ যাতে রোহিঙ্গারা স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে। …আমাদের অনেক উপদেশ দিয়েছেন। আমরা জানি আমরা কী করছি। আপনাদের উপদেশ আমরা চাই না।’

মূল ভূখণ্ড থেকে ৩০ কিলোমিটার দূরে নোয়াখালী অবস্থান ভাসানচরের। সেখানে প্রায় এক লাখ রোহিঙ্গাকে নিয়ে যেতে চাইছে সরকার।

রোহিঙ্গা ক্যাম্পে ৪০টি এনজিওর কার্যক্রম বাতিল প্রসঙ্গে মোমেন বলেন, ‘কিছু এনজিও যারা রোহিঙ্গাদের রাজনৈতিক মনোভাব প্রচার, জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও অস্ত্র দিচ্ছে তাদের বের করে দেয়া হয়েছে।’

রোহিঙ্গাদের সমাবেশের বিষয়ে তিনি বলেন, ‘এর ফলে তাদের মধ্যে নেতৃত্ব তৈরি হয়েছে। নেতৃত্ব তৈরি হওয়া খারাপ না।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...