রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,”ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায়,গত ২৬ সেপ্টেম্বর বিকালে সামন্তসেনা পশ্চিমপাড়ায় স্মার্ট মাট দিবস পালন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার, প্রকৌশলী মোঃ আব্দুল হালিম খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ,ম,আইয়ুব আলী। ইউপি সদস্য শেখ মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ ইলিয়াছ শেখ, গোলাম হোসেন মিঠু, বেলাল শেখ,শেখ হারুনার রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়াল শেখ, ইসহাক মল্লিক, নাসির মল্লিক, অলিয়ার শেখ, নজরুল ইসলাম পাইক,মনিরুজ্জামান শেখ, কিশোর শীল, ইকবাল শেখ, রওশন শেখ, ইয়াসিন মল্লিক, আক্তার সরদার, ইমারত শেখ, আবু সাঈদ, হালিম, আলামিন প্রমূখ।
“ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন” এর আওতায় সামন্তসেনা ওয়ার্ডে বিদ্যুৎ, সেচ প্রকল্প ৫টি, বিনামূল্যে সার, বীজ, ফলজ বৃক্ষ আম,কাঁঠাল,নারিকেল, চুই ঝাল রয়েছে। ওয়ার্ডে দুটি ফলজ বৃক্ষের প্রকল্প দেওয়া হয়েছে আজমল ফকির ও গোলাম হোসেন মিঠুকে।