সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / রায়পুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির অর্থ সহায়তা

রায়পুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির অর্থ সহায়তা

খোরশেদ আলম রনি,রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুর উপজেলায় গত (১৫ ই ফেব্রুয়ারী) ৬নং কেরোয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে মান্তি বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা এবং পৌর বিএনপি নগদ অর্থ প্রদান করেন।

আজ ১৭ মার্চ (শুক্রবার) সকাল ১০.ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দাল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এ অর্থ বিতরন করেন।

রায়পুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারুক হোসেন দুলাল মিঝি এবং সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ব্যাক্তিগত তহবিল থেকে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট একলক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম সম্পাদক নাজমুল ইসলাম মিঠু পৌর বিএনপির সভাপতি এ.বি.এম জিলানী ৬নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরকার ২নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম মোল্লা। থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক চৌধুরী রোকন জিয়া সহ উপজেলা এবং পৌর বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যৌনকর্মী থেকে নেত্রী

  বিনোদন ডেস্ক: পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী ...