সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / রায়নার হাফ সেঞ্চুরিতে চেন্নাই ১৭৬

রায়নার হাফ সেঞ্চুরিতে চেন্নাই ১৭৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে চেন্নাই সুপার কিংস। ফলে জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ১৭৭ রান।

শুক্রবার জয়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের পক্ষে হাফ সেঞ্চুরি করেন সুরেশ রায়না। ৩৫ বল খেলে ৫২ রান করেন তিনি। ৩১ বল খেলে ৩৯ রান করেন শেন ওয়াটসন। ২৩ বল খেলে ৩৩ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ২২ বল খেলে ২৭ রান করেন স্যাম বিলিংস। রাজস্থান রয়্যালসের পক্ষে জফরা আর্চার ২টি ও ইশ সোধি ১টি করে উইকেট নেন।

উভয় দলই আজ নিজেদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। চেন্নাই সুপার কিংস এর আগে দশ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, দশ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...