সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / রাশিয়া থেকে ছয়টি এমআই-১৭ হেলিকপ্টার পেয়েছে ভারত

রাশিয়া থেকে ছয়টি এমআই-১৭ হেলিকপ্টার পেয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীকে সংস্কার করা ছয়টি এমআই-১৭-১ভি সরবরাহ করেছেন রাশিয়া। নভেজিব্রিস্ক এয়ারক্রাফত রিপেয়ার প্লান্ট (এনএআরপি) এসব হেলিকপ্টার মেরামত ও সংস্কার করে। ২৭ জুন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। ফ্লাইট চেক ও চূড়ান্ত গ্রহণের কাজটি ভারতে সম্পন্ন হবে। খবর সাউথ এশিয়ান মনিটরের।

রাশিয়ান হেলিকপ্টার্স-এর আফটার সেলস সাপোর্ট সার্ভিসের উপ মহাপরিচালক ইগর শেচিকভ বলেন, সকল বিদেশী ক্রেতার জন্য এমআই- ৮/৭ টাইপের হেলিকপ্টার মেরামত ও সংশ্লিষ্ট কাজগুলো এনএআরপি-ই করে থাকে। তবে এই প্রথম (ভারতীয়) সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে এমুন চুক্তি বাস্তবায়ন হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র একটি সামরিক ইউনিট এই সীমান্ত সুরক্ষা বাহিনী। সাউথ এশিয়ান মনিটর।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যেভাবে পরিচালিত হয়

  স্টাফ রিপোর্টার: ভারত-পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। সেই গোয়েন্দা ...