ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে রাজশাহীর উন্নয়নে ১৭ দফা দাবি উপস্থাপন করবে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। আগামী বৃহস্পতিবার তার রাজশাহীতে আগমন উপলক্ষে এসব দাবিনামা তৈরি করা হয়েছে তুলে ধরার জন্য।
রবিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিষদের সহসভাপতি ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দাবি উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী আন্তরিক হবেন বলে নেতারা আশা প্রকাশ করেছেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সহসভাপতি হারুন অর রশিদ, এন্তাজুল হক বাবু, বার কাউন্সিলের সদস্য ইয়াহিয়া, অঙ্কুর সেন, সেলিনা খাতুন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান ও মিনহাজ উদ্দিন মিন্টু বক্তব্য রাখেন।