রাজশাহী উপকণ্ঠ কাটাখালিতে বাসের ধাক্কায় স্থানীয় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) মাঠকর্মী আইয়ুব আলী মারা গেছেন। তিনি কাটাখালি থানার চক কাপাশিয়া গ্রামের মোজাহারের ছেলে। রবিবার রাত ৯টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত আইয়ুব নগরী থেকে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীতমুখি একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকৎসকরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর কাটাখালি থানার ওসি মেহেদী হাসান। তিনি বলেন, ঘাতক বাসটি আটক করা যায়নি।