রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও সরকারী অফিস ভাংচুরের অভিাযোগে মঙ্গলবার রাতে পাংশা মডেল থানা পুলিশ পাংশা পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম ও পাংশা উপজেলা যুবলীগের বহিষ্কৃত অহবায়ক ফজলুল হক ফরহাদকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করে ।
বুধবার রাজবাড়ী জেলা আমলী আদালত ২ এর বিচারক তাদের জামিন আবেদন নামজ্ঞুর করে কারাগারে প্রেরণ করেন।
পাংশা থানা সূত্রে জানা যায়,১১ এপ্রিল পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় চাঁদা বাজির একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম ও পাংশা উপজেলা যুবলীগের বহিষ্কৃত অহবায়ক ফজলুল হক ফরহাদক এর নাম উল্লেখ করে ও ২ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগ করেন।
প্রসঙ্গত পাংশা পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম এর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, চাঁদাবাজী ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। পাংশা পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় ফজলুল হক ফরহাদ পাংশা উপজেলা যুবলীগের আহব্বায়ক পদ থেকে বহিষ্কৃত হন।