সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি ও বানিজ্য / রাজধানীতে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার ২৩ পণ্য বিক্রি শুরু

রাজধানীতে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার ২৩ পণ্য বিক্রি শুরু

রমজান মাস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। ‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’-এই স্লোগান নিয়ে রাজধানীর দুটি স্পটে বসুন্ধরা গ্রুপের পণ্য বিক্রি শুরু হয়েছে।স্পট দুটিতে থাকা ট্রাক থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তেল, আটা, ময়দা, নুডলসসহ ২৩টি পণ্য নিতে পারবে।
বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ের সামনে বসুন্ধরা গ্রুপের ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দাউদুল ইসলাম, যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল, সহকারী নিয়ন্ত্রক রিফাত হাসান। বসুন্ধরা গ্রুপের এজিএম (সেলস) কাজী মনিরুজ্জামান মনি, ম্যানেজার (ব্র্যান্ড) আহমেদুজ্জামান, ম্যানেজার কর্পোরেট (সেলস) আবদুল্লাহ ফয়সাল উপস্থিত ছিলেন।অতিরিক্ত সচিব রুহুল আমিন বলেন, আমরা দেশের সকল বড় বড় প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছিলাম রজমানে বাজার স্থিতিশীল রাখতে অবদান রাখার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে বসুন্ধরা গ্রুপ সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। আজ সেটির উদ্বোধন হলো। সেজন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে আশা করছি আমাদের সরবরাহ ব্যবস্থায় একটা ইতিবাচক ধারা তৈরি করতে পারবো এবং বাজার স্থিতিশীল থাকবে।

তিনি বলেন, আমরা মূলত চিনি, তেল, আটা বিক্রির কথা বলেছিলাম। তবে অন্যান্য পণ্য বিক্রি করলে তাতে কোনো অসুবিধা নেই। আমরা আশা করছি বসুন্ধরা গ্রুপ ঢাকাতে আরও কিছু স্পটে এ ধরনের উদ্যোগ নেবে।এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের ম্যানেজার (ব্র্যান্ড) আহমেদুজ্জামান বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপ সব সময় জনগণের পাশে আছে। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে জনগণকে সুবিধা দিতে আজ থেকে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৯টি স্পটে সাশ্রয়ী মূল্যে ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চলবে। পরবর্তীতে জনগণের চাহিদার প্রেক্ষিতে সারা বছর যেন এই কার্যক্রম পরিচালনা করতে পারি, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।তিনি বলেন, আমাদের ট্রাক থেকে ভোগ্যপণ্য হিসেবে আটা, ময়দা, তেল, নুডলস, সেমাই, হলুদ-মরিচের গুঁড়ো, বিভিন্ন মসলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি তেল, ৫ কেজি আটা, ময়দাসহ অন্যান্য প্যাকেটজাত পণ্য দুটি করে নিতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, রমজান উপলক্ষে সারা দেশে নিম্ন আয়ের মানুষদের সুবিধা দিতে এই কার্যক্রম পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ। রাজাধানী ঢাকার দুটি স্পটসহ দেশের ৮টি বড় বড় শহরে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাজধানীর টিসিবি ভবনের সামনে ও সচিবালয়ে সামনে এই কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যের ট্রাক থেকে ক্রেতারা এক লিটার সয়াবিন তেল ১৭৯ টাকা, পাম তেল ১৩২ টাকা, আটা এক কেজি ৬০ টাকা, ময়দা এক কেজি ৭৫ টাকা, সুজি ৪৪ টাকা, সেমাই ২০০ গ্রামের এক প্যাকেট ৩২ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ৪২ টাকা, মুড়ি ২৫০ গ্রাম ৩০ টাকা, মুড়ি ৫০০ গ্রাম ৫২ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস ৪ প্যাক ৬০ টাকা,  ৮ প্যাক ১১৫ টাকা, স্টিক নুডলস ১২৫ গ্রাম ১৬ টাকা, সি-শেল নুডলস ২০০ গ্রাম ৩২ টাকা, ম্যাকারলি ওয়েস্টার ২০০ গ্রাম ৩০ টাকা, হালিম মিক্স ২০০ গ্রাম ৫০ টাকা, মুরগির মসলা ১০০ গ্রাম ৬২ টাকা, বিরিয়ানির মসলা ৪০ গ্রাম ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রাম ৭০ টাকা, হলুদ গুঁড়ো ১০০ গ্রাম ৪৫ টাকা, মরিচ ১০০ গ্রাম ৬০ টাকা, ধনিয়া ১০০ গ্রাম ৩২ টাকা, জিরা ১০০ গ্রাম ৮০ টাকা, ম্যাজিক পটেটো ১৭ গ্রাম ৯ টাকায় নিতে পারবেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধের অপচেষ্টা: শিল্প উপদেষ্টা

  স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কারখানা বন্ধ রাখার অপচেষ্টা হচ্ছে ...