বর্তমান দেশবাংলা প্রতিবেদনঃ
রাজধানীর সায়েদাবাদ এলাকায় গণধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই দুই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই তরুণ হলেন- সাঈদ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সায়েদাবাদ এলাকায় গণধর্ষণের শিকার হন এক নারী। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয় এবং উৎসুক জনতা তিনজনকে পিটিয়ে আহত করে।
তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরেকজনের খোঁজ জানা যায়নি। বর্তমানে ভুক্তভোগী ওই নারী সেনা হেফাজতে আছেন। আর দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে গণধোলাইয়ের শিকার দুই তরুণকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি ধর্ষণের অভিযোগে এই দুই তরুণকে গণধোলাই দিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, একজনের নাম সাঈদ আরাফাত শরীফ, তার বাবার নাম কবির হোসেন। আরেকজনের নাম সাইদুল ইসলাম ইয়াসিন। সে কুতুবখালী মাহমুদুল হাসান মাদ্রাসার মেশকাত শরীফের ছাত্র ছিল। বর্তমানে যাত্রাবাড়ী থানার ধনপুরের বউবাজার এলাকায় থাকত। সে ওই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে বলে জানা গেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।