নিজস্ব প্রতিবেদক: রংপুরের গঙ্গাচরা উপজেলার চেংমারী ইউনিয়নে একটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। শুক্রবার আটক সাকিবের (৩৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সাকিব রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী ইউনিয়নের মৃত সামছুল হকের ছেলে।
র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, র্যাব-১৩ অধিনায়কের পক্ষে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতের র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুর জেলার গংঙ্গাচড়া থানাধীন লাইফের মোড়স্থ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সাকিবকে গ্রেফতার করেন।
অভিযানে সাকিবের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল, দুইটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, একটি পেন ড্রাইভ, একটি কার্ড রিডার এবং একটি ভূয়া মোটরড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।