সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / যুদ্ধের মধ্যেই মাঠে ফিরলেন ইউক্রেনের ফুটবলাররা

যুদ্ধের মধ্যেই মাঠে ফিরলেন ইউক্রেনের ফুটবলাররা

গত ছয় মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। কিছু এলাকা ইউক্রেন আবার পুনর্দখল করেছে।

ইউক্রেনের মাটিতে রাশিয়ার অভিযান কখন শেষ তাও কেউ জানে না। নিত্যদিনের নানা শঙ্কা, সাক্ষাত মৃত্যুর চোখরাঙানিকে সঙ্গী করেই ফুটবল ফিরেছে ইউক্রেনের মাঠে। শুরু হয়েছে ইউক্রেনের ঘরোয়া ফুটবল লিগ।

গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে নতুন মৌসুম। ১৬টি ক্লাব নিয়ে খেলা হবে ১৩টি ভেন্যুতে, যার সবই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে।

তবে এবার আর ১০টা লিগের খেলা যেমন হয়, ইউক্রেনের ফুটবল লিগ মোটেও সেভাবে চলছে না। বোমাতঙ্ক আছে এখনো, তাই দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে লিগের সব ম্যাচ। আতঙ্ক যে শুধু দর্শকদের, বিষয়টি মোটেও তেমন নয়। ফুটবলাররাও আছেন আতঙ্কে। বোমা তো আর খেলোয়াড়-দর্শক বোঝে না!

বোমা থেকে বাঁচতে প্রতিটি স্টেডিয়ামে রাখা হয়েছে সেফ জোন। খেলার মাঝে সাইরেন বাজলেই সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ভয় কেটে গেলে আবার শুরু হচ্ছে অনুশীলন-খেলা।

এছাড়াও প্রতিটি ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতর সেনাবাহিনী থাকবে। যদি কখনো এক ঘণ্টার বেশি সময় ধরে সাইরেন বাজে তা হলে সেনাবাহিনী ঘিরে ফেলছে স্টেডিয়াম। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পর তারা জানাচ্ছে খেলা শুরু করা যাবে কিনা।

এদিকে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আজ ছয় মাস পূর্ণ হলো। আজ ২৪ আগস্ট আবার ইউক্রেনের স্বাধীনতা দিবসও।

দিবসটি সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হুমকি, স্বাধীনতা দিবসে রাশিয়া আক্রমণ করলে উপযুক্ত জবাব দেয়া হবে।

স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় ভিডিও ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ”কাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন রাশিয়া ভয়ংকরভাবে আক্রমণ চালাতে পারে।”

চলতি বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের ফলে দেশটির শীর্ষ ফুটবল লিগ বাতিল করে দেওয়া হয়।

সূত্র: আল-জাজিরা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...