সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ ডি.এম.পি যাত্রাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি শ্যামপুর থানা থেকে সদ্য বদলী হয়ে গত ১৪ জানুয়ারী যাত্রাবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রাবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃমফিজুল আলম এর সাথে ওয়ারী জোনের কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় যাত্রাবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম বলেন, সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্য সমাজ পরিস্কার করা। সাংবাদিকরা সমাজের আয়না, তারা সমাজের বস্তুনিষ্ঠ তথ্য সহ বাস্তবিক চিত্র তুলে ধরে থাকেন।

বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও পুলিশকে সহযোগিতা করে থাকেন সাংবাদিকরা। পুলিশ সেগুলো চিহ্নিত করে আইগত ব্যবস্থা নিয়ে থাকেন। এরই সূত্র ধরে পুলিশ ও সাংবাদিকদের পেশা ভিন্ন হলেও লক্ষ কিন্তু একটাই। বর্তমান সমাজের ব্যাধি মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করার লক্ষে সাংবাদিকদের সহযোগিতা চান নয়া ওসি মোঃমফিজুল আলম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃশফিকুল ইসলাম সাদ্দাম, সিনিয়র সহ সভাপতি এম.জি কিবরিয়া, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম শাকিল, যুগ্ম সম্পাদক মশিউর রহমান সুজন, মুন্সী মোঃ আল ইমরান, প্রচার সম্পাদক অমরঞ্জন মজুমদার প্রমূখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর মোনহরদীতে মৎস্য সপ্তাহ’২৪ পালিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ...