নুরজাহান:: পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল, পঁচা বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ভ্রাম্যমান আদালত।
পবিত্র রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৮ মে, ২০১৯ মঙ্গলবার ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পঁচা–বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে যাত্রাবাড়ির প্রিয়জন মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫০,০০০/- এবং চাইপাই চাইনিজ রেস্টুরেন্টকে ৩০,০০০/- জরিমানা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।