সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / মুন্সিগঞ্জে সাংসদ মৃণালকান্তি দাসের জন্মদিন পালন

মুন্সিগঞ্জে সাংসদ মৃণালকান্তি দাসের জন্মদিন পালন

মুন্সিগঞ্জ প্রতিনিধি : সদরের মিরকাদিমে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য, আধুনিক মুন্সীগঞ্জের রুপকার, মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসসের ৬৪তম জন্মদিন উদযান করা হয়েছে। মিরকাদিম পৌরসভার উদ্যোগে বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে কেক কেটে এ জন্মদিন পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুস ছালাম। এ সময় সদর থানা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক ম. শরীফের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশিদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল হক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ আইন সম্পাদক আপন দাস, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আ. রহিম বাদশা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জলিল মাদবর, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেন, কাউন্সিলর মো. আক্তার হোসেন, ৫নং কাউন্সিলর মোহাম্মদ টুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল মিয়া, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ম’ মনির সোহেল, সংরক্ষিত কাউন্সিলর হাসিনা আক্তার।

এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর আসমা বেগম, ক্রিড়া সংগঠক আরিফ হিলালি সবুজ, সাবেক ছাত্রননেতা জাহাঙ্গীর আলম অপু, ভুবনগাড়া যুব কল্যাণ কেন্দ্রের সভাপতি ফারজান সুমন, যুবলীগ নেতা আব্দুল্লাহ সোহেল, জেলা ছাত্রীলীগের যুগ্ম সম্পাদক নয়ন তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, যুবলীগ নেতা অন্তর আমিন, ছাত্রলীগ নেতা সাইফ আকাশ, মো. রুহুল, হৃদয় হাসান ও সিয়াম মাদবর সহ অন্যরা। এ সময় আলোচনায় বক্তারা মৃণাল কান্তি দাসের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর মোনহরদীতে মৎস্য সপ্তাহ’২৪ পালিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ...