মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের দিনাজপুরের খানসামা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা জিয়াদ বিন সাঈদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা ভাস্কর সাহা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ সদস্যের আংশিক এই কমিটির অনুমোদন দেন।
এই কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে মিথুন শাহা ও আরিফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রকি ও মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও হোসাইন মোহাম্মদ আকবর, দপ্তর সম্পাদক কামরুজ্জামান (জে আর জামান) ও প্রচার সম্পাদক ভূবন সেন।
নব-নির্বাচিত সভাপতি জিয়াদ বিন সাঈদ চৌধুরী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে সর্বদা আমাদের আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে এই কমিটি কাজ করে যাবে আগামীতে।