সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / মিঠাপুকুরে ১শত গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্থান্তর

মিঠাপুকুরে ১শত গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্থান্তর

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ভূমিহীন ও গৃহহীন ১ শত পরিবাবরের মাঝে গতকাল বৃহস্পতিবার সকালে জমি দলিল ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

মিঠাপুকুরে ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২শ জনকে এবং তৃতীয় ধাপে ১শ জনকে জমির দলিল ও নির্মিত গৃহ বুঝিয়ে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার,সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান মঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, ত্রান বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ সকল সরকারী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

মিঠাপুকুর(রংপুর)  প্রতিনিধি :   “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ...