মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে বাসের চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়।ঘটনাটি ঘটেছে ঢাকা রংপুর মহাসড়কের দুলহাপুর নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার মিঠাপুকুর উপজেলা ছোট হযরতপুর গ্রামে মাছ ব্যবসায়ী ঝংকু দাস(৬৫) সকাল অনুমান সাড়ে ১০ টায় বাইসাইকেল যোগে পোনা মাছ বিক্রির উদ্দেশ্যে শঠিবাড়ী বন্দর হইতে মিঠাপুকুর আসার পথে দুলহাপুর আলফারুক নামক স্থানে এক বাস চাপায় দূর্ঘটনায় নিহত হয়। অজ্ঞাতনামা বাসটি দ্রুত চলে যায়।
এ দূর্ঘটনার সংবাদ পেয়ে বড়দ্রগা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে।