বাবুলাল মার্ডি,মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ছয় পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানান যায়,গত শুক্রবার রাত ৯টার দিকে খোড়াগাছ ইউপি’র বাতাসন মির্জাপুর গ্রামে বিদ্যুৎ শর্ট-সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শঠিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসার আগেই অগ্নিকান্ডে ছয় পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ধান,চাউল,আসবাবপত্র নগদ টাকা পুড়ে যাওয়াসহ দুটি গরু ও ৫টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে । এ ঘটনার সংবাদ পেয়ে রাত ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও কম্বল প্রদান করেন।