অনলাইন ডেস্ক : বিপিএলকে সামনে রেখে কিছু দিন থেকে অনুশীলন করছিলেন মাশরাফি বিন মর্তুজা। ওজন কমিয়ে নিজেকে ফিটও করেছিলেন। কিন্তু গতকাল অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন।
মিনিস্টার ঢাকার হয়ে প্রথম কয়েকটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না নড়াইল এক্সপ্রেসের। মিডিয়াকে তিনি জানিয়েছেন, ‘ইনজেকশন নেওয়ার পর পিঠের ব্যথা অনেকটাই কমে গিয়েছিল। আজকে (গতকাল) বেশ ভালো অনুভব করছিলাম। এ কারণেই পুরো রান আপে বোলিংয়ের চেষ্টা করছিলাম। কিন্তু এবার গ্লুটসে টান লেগে গেল। তারপরও চেষ্টা করেছি, কিন্তু প্রচন্ড ব্যথায় আর পারিনি।’
তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ঠিক কত দিন লাগতে পারে, তা এখনো বুঝতে পারছেন না মাশরাফি। তিনি বলেন, ‘চোটের অবস্থা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। দু-একদিন গেলে আরেকটু পরিষ্কার হবে। প্রথম ম্যাচ হয়তো আমি এমনিতেই খেলতাম না, ভালোভাবে অনুশীলন করে তারপর নামতাম। এখন শুরুর দু-একটি ম্যাচ খেলতে পারব না বলেই মনে হচ্ছে।’