সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / মাদারীপুরে সাংবাদিকদের নামে মামলা দেয়ায় জেলা প্রেসক্লাবের মানববন্ধন

মাদারীপুরে সাংবাদিকদের নামে মামলা দেয়ায় জেলা প্রেসক্লাবের মানববন্ধন

কাজল খান,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ৩ সাংবাদিকের নামে এক ইউপি চেয়ারম্যানের মানহানি মামলার প্রতিবাদে মাদারীপুর প্রেসক্লাবের উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক ইয়াকুব খান শিশির, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাশ, সময় টিভির অভিজিৎ কর্মকার,বিশ্লেষণ মিডিয়ার সম্পাদক জহিরুল ইসলাম খান,মাছরাঙা টিভির আঞ্জুমান জুলিয়া,মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান দেশ বাংলার জেলা প্রতিনিধি কাজল খান, সাংবাদিক তানভির,সুমন,কামাল হোসেন সহ মাদারীপুর জেলার অনান্য সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন সাংবাদিক কোনো হুমকি ধুমকিতে ভয় পায় না কারন সাংবাদিক সঠিক তথ্য না-পেয়ে সংবাদ প্রকাশ করে না,আমাদের দাবী এই মিত্থা ভিত্তিহীন মামলা অনতিবিলম্ব প্রত্যাহার করতে হবে নয়তো আমরা আরো কঠোর কর্মসূচি হাতে নিতে বাদ্ধ হবো।

উল্লেখ গত ১৫ মার্চ বুধবার মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ বাবুল আক্তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাদারীপুরের তিন সাংবাদিক বাংলাভিশনের জেলা প্রতিনিধি মুফ্তি ফরিদ উদ্দিন ,এশিয়ান টেলিফোনের মাসুদ হোসেন খান ও একটি অনলাইন পোর্টালের সম্পাদক আব্দুল আজিজের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানীর মামলা করেন।

এর আগে এ্যাডভোকেট ও চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে একটি ধর্ষণের বিচারের নামে ৪ লক্ষ টাকায় ধামাচাপা দেয়ায় অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ পায় এর পরে চেয়ারম্যান এ্যাডভোকেট বাবুল আক্তার এই মামলা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নরসিংদীর মোনহরদীতে মৎস্য সপ্তাহ’২৪ পালিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ “ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ...