আলিফ মোর্শেদ, মহেশপুর প্রতিনিধি : দিন দুপুরে গরু চোরের ঘর থেকে দু’টি চোরাই গরু উদ্ধার করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ।
গতকাল সোমবার দুপুরে থানার এস আই আব্দুল জলিল মহেশপুরের নাটিমা ইউনিয়নের উজলপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ী থেকে গরু ২ টি উদ্ধার করা হয়। তবে পুলিশ চোর নজরুলকে আটক করতে পারেনি।
এলাকাবাসী জানান, উপজেলার নাটিমা ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের নুর মোহাম্মদের বাড়ী থেকে ২টি গরু শনিবার রাতে চুরি হয়। পরে সোমবার দুপুরে সেই চোরাই গরু ২ টি পাওয়া যায় একই ইউনিয়নের উজলপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ীতে।
মহেশপুর থানার এস আই আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উজলপুর গ্রামের চোর নজরুল ইসলামের বাড়ীর গোয়াল থেকে গরু ২টি উদ্ধার করা হয়েছে।
এঘটনায় চোর নজরুল ও তার এক সহযোগিদের বিরুদ্ধো মামলা হয়েছে বলেও জানান এস আই আব্দুল জলিল। এছাড়াও মহেশপুর থানার পুলিশ চোরকে এখনো আইনের আওতায় আনার জন্য সক্ষম হতে পারিনি! খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহেশপুর থানা পুলিশ।