সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

সৈকত শতদল,রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ মাঠে পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৩ ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন,পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী ,উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার , পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমুখ।

উদ্বোধনী দিনে কুমারখালী ক্রিকেট একাদশ বনাম মেহেরপুর ক্রিকেট একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। কুমারখালী ক্রিকেট একাদশ জয়লাভ করে। এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...