সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ভালো লাগার মতো সেঞ্চুরি: লিটন দাস

ভালো লাগার মতো সেঞ্চুরি: লিটন দাস

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঝড়ো ৪৪ রান করেছিলেন মুশফিকুর রহিম। আর দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ভাঙ্গা ৬০ বলে ঝড়ো সেঞ্চুরি করেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের এই সেঞ্চুরি ভালো লাগার মতো সেঞ্চুরি বলে মন্তব্য করলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

সোমবার (২০ মার্চ) ম্যাচ পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে লিটন দাস বলেন, ‘সিরিয়াসলি এটি (মুশফিকের সেঞ্চুরি) অনেক ভালো লাগার মতো। আমি যতদিন ধরে খেলছি বাংলাদেশের কোনো খেলোয়াড়ই শেষে গিয়ে একশ করতে দেখিনি। যখন ম্যাচের শেষ মুহূর্তে দলের কেউ এমনভাবে একশ করে তখন তা দেখতেই ভালো লাগে। সিনিয়র কেউ করলে ভালো লাগার মাত্রা আরও বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মুশফিক ভাইয়ের শুধু আজকের ইনিংস না, শেষ ম্যাচের ইনিংসটা যদি দেখেন আমার মনে হয় অসাধারণ ছিল। যদিও রান বেশি না, ৪০ বা এর বেশি ছিল; এটা কিন্তু বিগ মার্জিন তৈরি করে দেয় ৩০০ প্লাস করতে। আজকের ইনিংসটা তো ডিফারেন্ট বল গেম করে দিয়েছে মুশফিক ভাইয়ের ইনিংসটা। ম্যাচটা হলে অবশ্যই ভালো লাগতো। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...