বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ফিরিয়ে এনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। ঘোষিত দলে আরও ফিরেছেন অলরাউন্ডার অক্ষয় প্যাটেল ও পেসার শারদুল ঠাকুর। গত মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে অংশ নেয়া দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৫৪ রান করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান আয়ার।
ভারতের জার্সি গায়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ টি২০ ফরম্যাটেই খেলেছিলেন রায়না। তাই টি২০ ফরম্যাট দিয়ে আবারো জাতীয় দলে ফিরলেন তিনি। গত বছরের পহেলা ফেব্রুয়ারি দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ও নিজের শেষ টি২০ ম্যাচে ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন রায়না। এরপরই দল থেকে বাদ পড়েন তিনি।
পরবর্তীতে ঘরোয়া আসরে নিজেকে মেলে ধরতে পারেননি রায়না। রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশের অধিনায়ক হিসেবে নয় ইনিংসে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থই ছিলেন তিনি। নয় ইনিংসে তার গড় ছিলো ১১.৬৬। তবে সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী টি২০ ট্রফিতে ৩১৪ রান করেছেন তিনি। এরমধ্যে ১টি সেঞ্চুরি ও দু’টি ফিফটির ইনিংস খেলেন রায়না। তাই বর্তমান ফর্মের কথা চিন্তা করে রায়নাকে আবারো ছোট ফরম্যাটের দলে ফেরালো ভারতীয় নির্বাচকরা। এদিকে, বিবাহের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার ভুবেনশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য দলে ফিরেছেন দু’জন। এছাড়া ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। ব্যক্তিগত কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজে অংশ নেননি ধাওয়ান।
গতকালই শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম দু’টেস্ট প্রোটিয়ারা জিতলেও তৃতীয় ও শেষ ম্যাচে ৬৩ রানে জয় পায় ভারত। তবে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। ওয়ানডে সিরিজ শেষে ১৮ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি২০ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের টি২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, মনিষ পান্ডে, অক্ষয় প্যাটেল, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, যাদব উনাদকট ও শারদুল ঠাকুর।