ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিন ছিলো মঙ্গলবার (২৮ মার্চ)। প্রিয় তারকার বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরাও। এতে আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড ‘কিং খান’। বুধবার (২৯ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব লিখেছেন, ‘সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। তিনি আরও লেখেন, ‘আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তপু খান। রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছিলেন শাকিব নিজেই।
অভিনয়জীবনে সফল হলেও ব্যক্তিজীবনে শাকিব কিছুটা সমালোচিত। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই তার টেকেনি। সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন ঢাকাই সিনেমার কিং খান।